0
undefined undefined undefined

কবিতাঃ অরিন্দম চন্দ্র

Posted in

কবিতা 


নারী দিবস
অরিন্দম চন্দ্র




(১)

সব্জীওয়ালী, নাম জানি না.. ওই মেয়ে,
তোর চোখের চমক দেখে
আর ভ্রু দু’খানার বাঁকে
থমকে গেলাম।
নখের পালিশ, কানের দুল
কপাল ঢাকা ঝুমকো চুল
হারিয়ে গেলাম।


(২)

বিনোদ, বিনোদিনী.. ও মেয়ে,
তোর ফেরার পথ নেই
আর সামনে...
গুর্মুখ তো একটা লিঙ্গ মাত্র।
বেশ্যাকে সতী আর সতীকে বেশ্যা—
হারিয়ে দিল, বিনোদ হারিয়ে গেলি।


(৩)

সুজেট, শিপ্রা, স্বপ্না...
কেমন সুন্দর করে সব
সাজানো গল্পেরা বেড়ে ওঠে।
তারপর পুড়ে খাক হয়ে যায়
বাধ্য মেয়ের মত
বাবুর বিছানা বা
হালের ভোট মুজরোয়..
সবজিওয়ালী তুইও অবাধ্য হ, সবার মতন।

0 comments: