0

কবিতাঃ ডঃ সুজাতা ঘোষ

Posted in


কবিতা

একটা জীবন দেবে নারী তোমায়

ডঃ সুজাতা ঘোষ



আজ বিশ্ব নারী দিবস
আচ্ছা, মনে আছে সীতাকে?
আগুনে নিজেকে সেঁকে সতীত্বের প্রমাণ দিতে হয়েছিল!
সেই যে দ্রৌপদী
পছন্দের পুরুষের হাত ধরে ঘর ছাড়ার পরও
বিলিয়ে দিতে হয়েছিল নিজেকে পাঁচ পুরুষে!

হঠাৎ আকাশে সোনালী রঙ মিশল কমলার সাথে। 
মাতাল হাওয়া ধাক্কা দিয়ে যায় মনে আর জানালায়।
রাজা কেন আসে না এখনো?
শরীর পূর্ণতা পায় না অপেক্ষায়।
জালির ভিতর ঢুকে পড়া বালি বলে যায়,
আজও রাজা আসবে না রানী, সে যে নতুন রানীর
আতরের গন্ধে বদ্ধ করেছে নিজেকে।

অনেকগুলো যুগ পিছনে সরে গেছে কালো মেঘ হয়ে। 
আজ বসন্ত
ময়ূরের পেখমে রঙ ধরেছে সোনালী।
লাল আর হলুদ কৃষ্ণচূড়া হাওয়ায় খুনসুটি করছে
নিচের প্রেমিক – প্রেমিকাদের আহ্লাদে শিহরিত হয়ে।

কৃষ্ণচূড়া আহ্লাদ দেখে, ফাঁদ দেখতে পায় না।
ভালোবাসার স্বপ্নে নিশ্চিন্তে চোখ বোজা মেয়েটি
বিক্রি হয়ে যায় চড়া দামে।
সোনা ছেলেটির জন্মদিনে একটা দামী উপহার,
তাতে যেন ভালো ছবি ওঠে অবশ্যই।
ফুল, পাতা, বাড়ির পোষ্যটি নয়,
যে মেয়েটি নিশ্চিন্তে ঠোঁট মিলিয়েছিল
শরীরের সমস্ত বন্ধন সরিয়ে, লজ্জার মাথা খেয়ে;
না হলে পুরুষ বলে চিহ্নিতই বা করবে কিভাবে?

এদিকটা অন্ধকার।
মেলার ভিড়, আলো, জিনিষপত্র, জন্তুদের কেনা – বেচা ঠেলে
একটু ভিতরে জঙ্গলের দিকে এগিয়ে এলেই
কত মেয়ে বাঁধা আছে হাতে হাতে, গাছে আর কাঠের গুঁড়িতে। 
সবাই আজ রাতে বিক্রি হবে।
ওই যে, পুরুষেরা আসছে।

হাতে মোটা বইয়ের পাতা উড়ে যায় হাওয়ায়
মাথা শুধু সাড়া দেয় আলতো ছোঁয়ায়। 
মেয়েগুলো সত্যিই বড্ড বোকা রইলি যে।
বন্ধু থেকে প্রেমিক হয়ে ফোঁটায় বিষাক্ত কাঁটা।
হ্যাঁ, নোংরা, ঘিনঘিনে ওরা আনন্দ উপভোগ করে
কদাকার দাঁত বের করে।
আর কবে নারী পাবে পরুষ সঙ্গী?

হে পুরুষ, নারী যে ঘৃনা করতে শুরু করেছে তোমায়।
এবারে পুরুষ হও।
একবার পরিচয় দাও, তুমিও মানুষ।
নারী পালন করবে না নারী দিবস
হাত বাড়াবে চিরসঙ্গী হতে।
বসবে কৃষ্ণচূড়ার নীচে ভালোবেসে।
হাঁটবে জঙ্গলের কাঁটা পথ পা মিলিয়ে।
না, নারী চায় না নারী দিবস।
তোমায় পেতে চায় বিশ্বাস করে, পুরুষ।
একবার বিশ্বাসের যোগ্য হও,
একটা জীবন নারী দেবে তোমায়
শিউলি ফুলে সাজিয়ে।।

0 comments: