0

কবিতাঃ অঞ্জন বর্মন

Posted in


কবিতা

তবুও নীলিমা
অঞ্জন বর্মন




তবুও নীলিমা,
তোমার ক্লান্ত চোখ থেকে ঝরে পড়ে আলো,
তোমার বিভ্রান্ত হৃদয়ে কাশফুল;
একটি দুটি পা ফেলে
এগিয়ে যায় সমূহ তরঙ্গের দিকে |

পুকুর পাড় থেকে ডাক দিই আমি
জলডাহুক এর সাথে।
ডাহুকী ভেসে গেছে পুবের উজানে
কবে যেন…
ডাহুক এর ব্যাকুল আহুতি
ধাক্কা খেয়ে ফিরে যায় ভোরের বাতাসে |

আমার তৃষিত রবে চুরি হয়
ভোরের শেফালী।
ঠিক তখনই মেঘ থেকে মেঘ এ
বিচ্ছুরিত আলো-
তোমার চোখেতে চমকালো |

এরকম ভাবা,
এরকম চুপ করে থাকা,
এরকম বাতাসেতে জলছবি আঁকা,
তোমাকে মানায় খুব |

তোমার উজ্জ্বল মুখে
খেলা করে রোদ্দুরের কুঁচি-
পুলকিত অশ্বিনীর মত |
তোমার চিবুক এ তিলফুল
অচেনা নির্জন এক দ্বীপ যেন |

তোমার বাহুতে যেন
জামের প্রথিত মিনার।
দূর থেকে দূরে সরে যায়
আকাঙ্খায়,
রাতের নিস্তব্ধ নীলিমায় |

আমি চুপ করে দেখি,
বাতাসেতে ডুব দিয়ে লুকোচুরি খেলি,
...ভেসে আসে হাঁসের পালক |
অতিদূরে নীলকমলেরা
ব্যথা পায়
স্তব্ধতায়....|

এরকম চুপ করে থাকা,
তোমার চোখেতে চোখ রেখে
কেবল উদ্দেশ্যহীন ডাকা,
...এই ছবি-
বড় মায়াময় বলে মনে হয় |

তবুও নীলিমা,
তোমার ক্লান্ত চোখে ভীড় করে
অজস্র বেদনাহীন আলো-
মেঘ থেকে মেঘে
ও কেন চমকালো ?

0 comments: