0
undefined undefined undefined

কবিতাঃ অভিষেক সর্বজ্ঞ

Posted in




কবিতা

মাতৃক্রোড় থেকে আজীবন...
অভিষেক সর্বজ্ঞ



অসময়ে নিবেদন
কেড়ে নিল আরো এক সুপ্ত নির্যাস।
লোহিত দৃশ্যপট মনের অতল ছেড়ে
লকলকে জিহ্বায় মগ্নতা নিয়ে সুপ্রতিষ্ঠিত;
সব ছেড়ে গেলে সেই অবাধ্য মৌনতা ঋণী হয়ে
বাক্যালাপ ছেদ করে।

কবিতা ভূমিষ্ঠ হল।

নতজানু হয়ে প্রেম,
দুর্ভিক্ষের উপজীব্য, হাত পাতে মাংসের লোভে !
বলাকা হারিয়ে গিয়ে আকাশের সুনীল
চোখ চেয়ে খুঁজে ফেরে ফুটন্ত বিভাজিকা ।
রক্তিম আলোয় সঙ্ঘটিত পৃথিবীর শেষ ধর্ষণ
সক্রোধে সৃষ্টি করল জীবন।

ক্রমে ক্রমে বেড়ে ওঠে জারজ;
পৃথিবীকে ডাক দেবে বাবা,
বড় সাধ ।
মিশে যাওয়া বলাকার পথ সুস্পষ্ট সজীব,
শিশু খুঁজে নেয় মাতৃক্রোড়;
এইমাত্র শেষ হল তার প্রথম ধর্ষণ।

মা, প্রেম, নাকি গণিকা?

0 comments: