কবিতাঃ কাশীনাথ গুঁই
Posted in কবিতাকবিতা
এবার ফাগুনে
কাশীনাথ গুঁই
চারপাশ।
প্রকৃতি।
প্রলম্বিত আজ
নতুন পাতায় ফুলে।
আজও ওরা ভোলেনি
চিরন্তন নিয়মানুগত্য।
অনুপম সৃষ্টি মানুষ
শুধু তুচ্ছ করেছে ওদের।
তাই ফুলের রঙ, তারুণ্যের সবুজতা
ডুবে গেছে লোভের বাসনায়।
আজ বসন্ত শুধু একাকী,
হারিয়েছে তারুণ্য।
কবিতাও হারিয়েছে ফাগুনের গান।
লোভের, ভোগের বাসনায়
সেও কলঙ্কিত আজ।
সাহিত্য কলা আজ কেমন যেন
যান্ত্রিকতা ভরা কলঙ্কী।
ফুল ফুটিয়ে মুকুল ঝরিয়ে
ঝরে যেওনা ফাগুন।
আগুন জ্বালাও
মরমের আবীরে
রাঙাও আজ মনুষত্ব।
এটুকু সোহাগ দাও
এই বসন্তে!
0 comments: