কবিতাঃ মৈনাক সেনগুপ্ত
Posted in কবিতা
কবিতা
সহ বাস
মৈনাক সেনগুপ্ত
আমিও তো স্বপ্ন দেখি একটি সুখের
নীড়ের- স্ত্রী এবং সন্তান আর
ভালবাসা-ঝগডাঝাঁটি; খুনসুটি ও
অভাবের । আমাদের ছোট্ট ঘরে মা-
মাসীর হারানো ওম । ঠাকুমার
রাত্রে কাশি চুনকামে আছে মিশে ।
বোনের বায়না নেই আর ; সে এখন
শ্বশুরবাড়ি- তবুও সঙ্গে থাকে তার সব
স্মৃতির মণি ।।
হ্যাঁ আমি পুরুষ জাতি । তাতে কী? পুরুষ ও
তো এমনতরো ছোট ছোট স্বপ্নে বাঁচে ।
এছাডাও রামধনু দেয় প্রতিবেশী উদাস
নজর ; বঁধুনীর মিষ্টি ছোঁওয়া । ভাবছ
কাঙালপনা ? এ শুধু রাঙিয়ে নেওয়া প্রকৃতির বিচিত্রতায় ।।
হ্যাঁ । আমি ধর্মে পুরুষ । পুরুষ তো রোদ্দুর
দেয় - কনকনে শীতের দিনে ।
কিংবা নরম আড়াল উত্তাপে ; বৃষ্টি-
রাতে । পুরুষ তো প্রকৃতিজ । আসে-
মেশে নারীর থেকে ।।
তবে কেন আয়না দেখি ভয়াল- ক্রুর
হাসি? তবে কেন চমকে ওঠে আমারই
কন্যাশিশু রাত্তিরে আমায় দেখে ?
আমি কি মাংসভোজী ? নখে কি রক্ত
লেগে ? না রে মা ; আমি যে বাপ হই
তোর । ভয় কেন তোর দু চোখে?
আমি তো প্রেমিক তোমার । তোমারই
গর্ভজাত । এই মেয়ে ; বন্ধু আমার- কেন তুই
যাস তফাতে?
এই আমি বাড়িয়েছি হাত ; কাছে আয় ;
আঙুলটা ধর । আধখানা আকাশ
জুড়ে যারা বিষবাষ্প ছড়ায় - কাপুরুষ ;
না-পুরুষেরা । তারা কেউ হয় না আমার ।
আয় বোন; পাশেই আছি - শ্বাস নেব - মুক্ত
বায়ু । বাতাসে ঝলমলে রোদ ।
ক্লীবেরা যাক নরকে । তুই-
আমি পাশাপাশি - এ মাটি স্বর্গ পাবে ।।
0 comments: