কবিতাঃ প্রবীর দেব
Posted in কবিতাকবিতা
সময়-সংবাদ
প্রবীর দেব
একটা সময় আসে যখন 'এগিয়ে যাও' বলে রাস্তাটা পেছন দিকে দেয় রওয়ানা-
একটা সময় আসে যখন কম্বলের উষ্ণতাকে রোধ করে ক্লান্ত দু'পায়ের ঠান্ডা-
একটা সময় আসে যখন সুখ যে সাময়িক বুঝতে চায়না মন-
একটা সময় আসে যখন অক্ষত সেলাইয়ের আড়ালে চলে রক্তের আন্দোলন-
একটা সময় আসে যখন দর্জির দেওয়া মোটা কাপড়েও ঢাকা পড়ে না চামড়াগত পাতলা প্রেম-
একটা সময় আসে যখন এক লাইন কথা বলেই থমকে দাঁড়ায় কলম-
হরফ আমার মাত্রা হারায়, খোলস ছাড়ে শরীর,
বগল দাবা সূর্য বলে 'আমায় শুঁকে দেখ'-
ফেরোমেনের আসক্তি নিয়ে আদম ঠোঁট মজে যায় ইভের কোটরে কোটরে-
মন্থনের প্রাপ্তি সুখে যখন চোখে মুখে আগুনের ছাপ-
একটা সময় আসে-
তখন আমি বিখ্যাত মুখপোড়াদের দলে ।
0 comments: