1
undefined undefined undefined

কবিতাঃ অনুপম দাশশর্মা

Posted in


কবিতা

নারী দিবস
অনুপম দাশশর্মা 




এখনও অক্ষত সবাই, ধ্বংস হয়নি
যতদিন গজায়না পোকা
ততদিন নারী মা জননী
জঠর নিঃসৃত কুলকুন্ডলী
ওখানেই প্রতিটি জাতকের
বাঁচবার অলিগলি..
এভাবেই সৃষ্টিকে ধারণ করছে নারী
আমরা পুরুষরা একটা দিন
শুধু দিতে পারি
বেয়াক্কেলে ভগবান, কিসে যে হল বশ
ধন্যবাদ, তাঁর জন্যেই পালিত নারী দিবস

1 comment: