Next
Previous
Showing posts with label অতিথি সম্পাদকের কলমে. Show all posts
0
undefined undefined undefined

অতিথি সম্পাদকের কলমে - সুস্মিতা কুণ্ডু

Posted in





প্রচ্ছদ - সুকান্ত


অতিথি সম্পাদকের কলমে 


সুস্মিতা কুণ্ডু


শুনতে পাচ্ছেন শিউলি ঝরার টুপটাপ শব্দ? আলতো হাওয়ায় কোমর দোলানো কাশের প্রাণের আনন্দ কি ছুঁয়ে যাচ্ছে আপনার মনটাকেও? পেঁজা তুলোর দিকশূন্যপুরের পথে যাত্রা কি উতলা করছে আপনাকেও? 
কী বললেন? হ্যাঁ?
ব্যস! নিশ্চিন্তি! তার মানে পুজো এসে গেছে। 
মেতে উঠুন উৎসবে, সকলের সাথে, সকলকে পাশে নিয়ে। 
আপনার খুশির ছোঁয়া ছড়িয়ে দিন সেই শিশুটির ঠোঁটেও যার পুজোয় নতুন জামা হয়না। আপনার আনন্দ রাঙিয়ে তুলুক সেই মানুষটার মনটিকেও যে আপনার দেবীর আরাধনা করেননি কোনওদিন। 


দুর্গাপুজো, নিছক জামাকাপড়, ফুচকা এগরোলের উৎসব না হয়ে বরং হয়ে উঠুক বিনিময়ের উৎসব। ভালোবাসা, শ্রদ্ধা, সংস্কৃতি, আদানপ্রদানের উৎসব। 


ভালো থাকুন, ভালো রাখুন।