0

অনুবাদ সাহিত্যঃ ইন্দ্রাণী সরকার

Posted in

অনুবাদ সাহিত্য

বিষ্ময়কর নারী 
ইন্দ্রাণী সরকার



সুন্দরী মহিলারা আমার 
গোপন রহস্যে খুঁজে বেড়ায় । 
আমি কোনো ফ্যাশন মডেলের 
মাপের নই বা সুন্দরীও নই । 
কিন্তু ওরা ভাবে আমি মিথ্যে বলছি ।
আমি বলি আমার আত্মবিশ্বাসই সব 
যেভাবে আমি দুহাত ছড়িয়ে দিই, 
যেভাবে আমি হেঁটে যাই, 
যেমন আমার কোমরের ছন্দ 
যেমন ভাবে আমি হাসি 
আমি এক আশ্চর্য্যজনক 
বিষ্ময়কর নারী !

আমি যখন শান্তভাবে 
কোনো ঘরে প্রবেশ করি, 
পুরুষেরা বিমুগ্ধ হয়ে 
মৌমাছির মত ছেঁকে ধরে । 
আমি বলি আমার চোখের দৃষ্টি, 
মিষ্টি ঝকঝকে হাসি, 
কোমরের ভঙ্গী, পায়ের ছন্দ 
সবাইকে অভিভূত করে । 
আমি তাই এক আশ্চর্য্যজনক 
বিষ্ময়কর নারী !

পুরুষেরা নিজেরাই অবাক হয়ে ভাবে 
আমার মধ্যে কি আছে ! 
তারা শত চেষ্টা করেও আমার 
অন্তরের রহস্য স্পর্শ করতে পারে না । 
আমি বলি আমার অবয়বের ভঙ্গিমা, 
আমার হাসির ঝলকানি, 
আমার বুকের সুমেরু পাহাড়ের ঢল,
আমার আদবকায়দার মহিমা 
এ সম মিলিয়ে আমায় বিস্ময়কর 
নারীতে রূপান্তরিত করে । 

এবার অবশ্যই বুঝলে ত'
কেন আমার মাথা কখনো নিচু হয় না । 
আমি এমনিতেই সবার দৃষ্টি আকর্ষণ করি 
আর তার জন্য আমায় বিশেষ 
কিছুই করতে হয় না । 
আমি বলি আমার জুতোর হিলের শব্দ, 
চুলের ঢেউ খেলানো বাহার, 
হাতের মোলায়েম পাতা 
আমায় এক আশ্চর্য্য নারীতে 
রূপান্তরিত করেছে । 
তাই আমি এক বিষ্ময়্কর নারী, 
আমিই সেই ।





Phenomenal Woman 
Maya Angelou



Pretty women wonder where my secret lies. 
I’m not cute or built to suit a fashion model’s size 
But when I start to tell them, 
They think I’m telling lies. 
I say,
It’s in the reach of my arms, 
The span of my hips, 
The stride of my step, 
The curl of my lips. 
I’m a woman 
Phenomenally. 
Phenomenal woman, 
That’s me.

I walk into a room 
Just as cool as you please, 
And to a man, 
The fellows stand or 
Fall down on their knees. 
Then they swarm around me, 
A hive of honey bees.
I say, 
It’s the fire in my eyes,
And the flash of my teeth, 
The swing in my waist, 
And the joy in my feet. 
I’m a woman 
Phenomenally.
Phenomenal woman, 
That’s me.

Men themselves have wondered 
What they see in me. 
They try so much 
But they can’t touch 
My inner mystery. 
When I try to show them, 
They say they still can’t see. 
I say, 
It’s in the arch of my back, 
The sun of my smile, 
The ride of my breasts, 
The grace of my style.
I’m a woman 
Phenomenally. 
Phenomenal woman, 
That’s me.

Now you understand 
Just why my head’s not bowed. 
I don’t shout or jump about 
Or have to talk real loud. 
When you see me passing,
It ought to make you proud. 
I say, 
It’s in the click of my heels, 
The bend of my hair, 
the palm of my hand, 
The need for my care. 
’Cause I’m a woman 
Phenomenally. 
Phenomenal woman, 
That’s me.

0 comments: