0

অণুগল্পঃ বিপ্লব গঙ্গোপাধ্যায়

Posted in


অণুগল্প 


যে মেয়েটি একদিন…
বিপ্লব গঙ্গোপাধ্যায়



মেধাকে চিনতাম স্কুল থেকেই । কবিতা লিখত । সুন্দর সব কবিতা দাগ কাটত মনের গভীরে । পরিতৃপ্তির আলোয় উজ্জ্বল লাগত চারপাশ । ছবিও আঁকত নিপুন হাতে । রঙের অপূর্ব ব্যবহার । আলো ও অন্ধকার কথা বলত বাঙ্ময় বিস্ময়ে । আমরা যারা ওর বন্ধু ছিলাম স্কুলজীবনে অবাক হয়ে তাকাতাম ওর দিকে । মুগ্ধতায় বোবাদৃষ্টিতে গিলে খেতাম ওর প্রতিটি কবিতা, ছবি । আমিও চেষ্টা করেছিলাম কিছুদিন । ব্যর্থ কবিতা আর কাঁচা হাতের ছবিতে ভরে উঠেছিল অঙ্কের খাতা । পারিনি । হাল ছেড়ে দিয়েছিলাম একসময় ।

গোটা স্কুল চিনত মেধাকে । বাইরেও কত নামডাক । ওর কবিতা প্রকাশিত হত কত কাগজে । ছাপার অক্ষরে ওর নাম দেখে অহংকারী হয়ে উঠত চিবুক ।

- তুমি মেধার বন্ধু না? কতজন এরকম বলেছে ।

- হ্যাঁ । গর্বের সাথে বলেছি একসময় । 

সেসব স্কুলজীবনের কথা । তারপর বিয়ে হয়ে গেছে মেধার । অনেকদূরে সরে গেছি । তবু যোগাযোগ ছিল চিঠিতে। অনেকবার যেতে বলেছে যাওয়া হয়নি ।হঠাৎ মনে হল যাই না, দেখে আসি - কত বই লিখেছে এতদিনে । ওর দেওয়া ঠিকানা ধরেই ওকে খুঁজতে গেছি ।

:মেধা সাণ্যালের বাড়ি কোনদিকে? জনে জনে জিজ্ঞেস করেছি । সবাই নিরুত্তর । যারা কবিতা লেখে,ছবি আঁকে, গান গায় কেউ বলতে পারেনি ।

:মেধা সাণ্যাল , C/O শুভময় সেন, ওর হাজব্যান্ড

:শুভময় মাষ্টারের বাড়ি, ঐতো ঐ বাড়িটা । আগে বলবেন তো ।

আমি হেঁটে যাই । বাড়ির ভেতর ঢুকি । বন্ধুকে দেখতে পাই । অবিকল মেধার মত দেখতে । মেধা নয় শুভময় মাষ্টারের বউ । সে আর কবিতা লেখেনা ।

0 comments: