undefined
undefined
undefined
মুক্তগদ্য : শর্মিষ্ঠা মুখোপাধ্যায়
Posted in মুক্তগদ্য
মুক্তগদ্য
মাকড়সা
শর্মিষ্ঠা মুখোপাধ্যায়
গতকাল আমাদের মধ্যের দূরত্বে চিহ্ন রেখে গেছে ইকড়িমিকড়ি কিছু মাকড়সা-পংক্তি। কথা ছিল ব্যক্তিগত পরিসর কিন্তু কালো ওই মাকড়সার নিভাঁজ দুলকি রীতিমতো শোর মাচানো! ফলে অসংকলিত হল যুগ্ম ছবি আর রঙগুলো লাফিয়ে এল ইনডিভিজ্যুয়াল জড়িয়ে মড়িয়ে প্যালেটের মেশালীতে নতুন ক্রিয়েটিভ নেমন্তন্নয়। সকালেরকাগজবাইলেকট্রিকবিলজমাদেওয়া- এইসব রুটিন অবশ্যম্ভাবীগুলো বাদে দিনের বাকি পৃষ্ঠায় পড়েরইল চন্দ্র অভিযান বা পরস্পরকে আবিষ্কারের প্রত্নতাত্ত্বিক ইতিহাস ঘাঁটা। অথবা ‘অপেক্ষা’ নামক ঘরোয়া টোটকা সহায় কারণ মাকড়সার ব্যবহৃত শব্দরাশি (যেমন মেরি স্টোপস) দেখিয়েছিল কতটা প্রাগৈতিহাসিক এই প্যারালালিজম। পদবীযুগলের থার্ড ব্র্যাকেটের আভাসেও তো আসন্ন পাখির ওড়াউড়ির মতো একাকী যাপন।
নাকি
মাকড়সার রক্তবীজ সম্পৃক্ত সুতোর রিফু সেলাইয়ে সম্ভাবনাময় আমাদের দ্বৈত নির্লিপ্তির প্যাশনেট ক্র্যাশল্যান্ডিং...
0 comments: