undefined
undefined
undefined
কবিতা : জয়া চৌধুরী
Posted in কবিতাকবিতা
লুব্ধক সাক্ষী
জয়া চৌধুরী
রাত যখন কথা বলে ওঠে নিজের ভাষায়
আঙুলের ডগা দিয়ে ছুঁই ওর প্রতিটি চুড়া
প্রতি অঙ্গ কাঁদে তখন ওর প্রতি অঙ্গ লাগি
টেবিলে শুইয়ে দিই তখন আদরের পূর্ণ অনুভূতি
পাতলা করে ফ্রাই এর মত পরত কেটে স্তূপ করতে করতে
শূন্যতা জুড়ে বসে ফাঁকা বুক শুধু
শূন্যতাকে পাল্টে দিই মুহূর্তে পারিবারিক ভোজনে
সুখের বেসন কর্ণ ফ্লাওয়ারের জোড়ে হাসি হাসি
নির্মোহ আনন্দ দেখতে থাকে বড় মানুষের ছেলেমানুষি।
ভালোবাসা মন্দবাসার মাঝখানে লুকিয়ে থাকাও।
ওকেই আমি মন দিয়েছি
ওর জন্যই আজও চিঠি লিখি গোলাপের আবিরে
ওকেই সঙ্গে নিয়ে ডুববো আদরভাসি জলে
ওকেই বলেছি ধ্রুবতারা সাক্ষী রেখে
যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম...
0 comments: