0

বিশেষ রচনা : রিয়া চক্রবর্তী

Posted in


বিশেষ রচনা



নারীদিবস
রিয়া চক্রবর্তী 



নারীদিবসের উৎসবে ঝলমল করছে পাহাড় ও নদী। চুপচাপ গাছের আড়ালে ফিসফাস শব্দ, যেসব পরিযায়ী পাখিরা তাদের আস্তানা ছেড়ে চলে গিয়েছিলাম দক্ষিণে, একটু উষ্ণতার জন্য। তারা একে একে ফিরছে সেই চেনা পৃথিবীর গন্ধে। সারাদিন হাড়ভাঙা খাটুনির পরে রাতে ঘরে ফেরে শিশুটির মা, অবসন্ন তার শরীর। উনুনে ফুটছে ভাত আর আলু সেদ্ধ, রাতের বিছানায় জোর করে প্রেমের উষ্ণতায় ভেঙে পড়ছে শরীর। এই ভূতগ্রস্ত জীবনের অন্ধকার কতদূর পর্যন্ত বিস্তৃত তা - অঙ্কের কোন সংখ্যা দিয়েই বিচার করা যাবেনা। সকালে শিশুটি দুহাত মেলে দেয় মায়ের দিকে,  অস্ফুট শব্দে ডাগর চোখে মাকে দেখে আজ সে কিছুতেই যেন ছাড়বেনা, তবুও নিবিড় আলিঙ্গন থেকে ছেলেকে নামিয়ে  চলে যায় তার কাজে। রাতে ফেরার পথে পথ আটকায় চারজন পুরুষ, জোর করে বিবস্ত্রা করে তাকে লুঠ করে তার বশিষ্ট লজ্জা। পথের ধারে পরে রইলো নিথর দেহ প্রাণ ছেড়ে গেছে বিষাদলোক।

আচ্ছা, কবরের আড়ালে কফিনে গিয়ে পৌঁছোবে তো নারীদিবসের উৎসবের স্লোগান!

0 comments: