undefined
undefined
undefined
কবিতা : বিপ্লব চৌধুরী
Posted in কবিতাকবিতা
আপন ঘর
বিপ্লব চৌধুরী
আফ্রোদিতে, এসো এই রক্তের ঘরে...
বালির ঘর, ধুলোর ঘর, ঝড়ের ঘর আমার
দু’হাত বাড়িয়ে দ্যাখো ডাকছে তোমাকে।
সামান্য দু’একটা শিকড় শুধু উপড়ানো বাকি।
তুমি শক্ত করে ধরে রাখো আমার জর্জর মাথা
যা ক্রমশ উন্মাদ হয়ে উঠছে
পুকুরের কালো জলের মধ্যে মাছেদের সাঁতারের নীচে
চাইছে চিহ্নহীন হতে ---
কোনোদিন জেগে উঠবে না জেনে।
আফ্রোদিতে, তুমি তাকে এখনই জানাও ---
পৃথিবীতে আজও ফুল ফোটে।
পার্কের ঘাসে আছে শিশুদের হাসি।
0 comments: