undefined
undefined
undefined
অনুবাদ সাহিত্য : ইন্দ্রাণী ঘোষ
Posted in অনুবাদ সাহিত্যঅনুবাদ সাহিত্য
সমুদ্র সৈকতে
মূল কবিতা: বাই দ্য সী
কবি: উলিয়াম ওয়ার্ডসওয়ার্থ
ভাষান্তর: ইন্দ্রাণী ঘোষ
সে এক অপূর্ব বিকেল, শান্ত আর মুক্ত;
পবিত্র সময় এক সন্ন্যাসিনীর মত ধ্যানমগ্না
মুগ্ধ ও শ্বাসরুদ্ধ; প্রবল দিবাকর
নিমজ্জিত হচ্ছেন সেই নিটোল শান্তির পারাবারে;
স্বর্গের মখমলি নম্রতা অর্ণব বক্ষে,
ওই শোন তাঁর ঘুম ভেঙেছে
তাঁর চিরন্তন বজ্রগম্ভীর ভেরী বাজে ।
হে কিশোরী, যে তুমি আমার পাশে পথ চল
তোমায় সঙ্কীর্ণতা ছুঁতে পারে না,
তুমি ঐশ্বরিক প্রকৃতির, তোমার মহিমা পবিত্র
তুমি আব্রাহামের বক্ষশায়িনী,
তোমার আরাধনা অন্তরের মন্দির সিংহাসনে
ঈশ্বর তোমাতে অধিষ্ঠিত কিন্তু আমরা তাঁকে চিনি না।
0 comments: