undefined
undefined
undefined
কবিতা : শিবলী শাহেদ
Posted in কবিতাকবিতা
খানিকটা শহর-বিষয়ক
শিবলী শাহেদ
আমার কাছে শহর হলো প্রস্ফুটিত
মুঠোর ভিতর আটকে থাকা আঙুল-ফুল
শহর মানে শীত-রাত্রির পায়চারিতে
নেফারতিতির নিঃশ্বাসে ফের নতুন ভুল।
শহর থাকে শহর থেকে অনেক দূরে
পণ্ড যত গণ্ডগোলের আস্কারাতে
শহর হলো ম্যাগদালিনের মায়ের শাসন
ঝড় হবে আজ বাইরে তোরা যাস না রাতে
শহর মানে বই পত্তর মিশুক মিছিল
ব্যথিত সব গিটারবাদক উড়াল পাখি
প্রান্তমুখীর দূত-মারফত খবর পেলাম
শহর তুমি আমার জন্যে কাঁদছো নাকি!
0 comments: