undefined
undefined
undefined
কবিতাঃ শিবলী শাহেদ
Posted in কবিতাকবিতা
ব্রহ্মপুত্র
শিবলী শাহেদ
ব্রহ্মপুত্রের বুকের উপর দিয়ে আজ অবধি
কতগুলো পেশাদার নৌকা হেঁটে গিয়েছে
তার হিসেব আমরা কেউ রাখিনি।
হিসেব রাখেনি ব্রহ্মপুত্র নিজেও
সে শুধু অপেক্ষাই করেছে
আর দেখে গেছে কীভাবে
শরতের জবুথবু প্রৌঢ় সকালগুলো
হাঁটু ভেঙ্গে বসে থাকে তার উঠোনে
শরীরের শুদ্ধতা একটু একটু করে মিশিয়ে দিয়ে
জলকাদার সাথে।
ব্রহ্মপুত্র মানুষ দেখেছে কিন্তু
জলের স্ত্রী-রূপ দেখেনি তাই
তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা পল্লী মেয়েদের গায়ে
ব্রহ্মপুত্র আজো নদী খুঁজে বেড়ায়....
ব্রহ্মপুত্র মানুষ দেখেছে কিন্তু
জলের স্ত্রী-রূপ দেখেনি তাই
তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা পল্লী মেয়েদের গায়ে
ব্রহ্মপুত্র আজো নদী খুঁজে বেড়ায়....
0 comments: