0

রম্যরচনাঃ সংযুক্তা মজুমদার

Posted in


রম্যরচনা 


সাইবার পদ
সংযুক্তা মজুমদার 



১লা ডিসেম্বর, ২০২৫, রাত ৪.১০ঃ
বিপ্‌ বিপ্‌ শব্দটা ক্রমশই জোরালো হচ্ছে। ভোর রাত, আকাশ ফ্যাকাশে।আদিত্যের চোখে ঘুমপাড়ানি মাসিপিসি স্বপ্নে বিভোর। ঘুম চোখেই হাতে হাত চলে গেল। হাতে ঘড়ির বদলে ডিজিটাল ব্যান্ড, বোতাম টিপতেই সরব। স্পষ্ট বাংলায় বলে উঠল ‘‘আপনার উচ্চমূল্ল মক্কেল, মুনমুন দেবী সময় মত তার আকাঙ্ক্ষিত লাল জুতো হাতে না পাওয়ায় কাস্টমার সেল এ অভিযোগ জানিয়েছেন আর বলেছেন যে তিনি অন্য অনলাইন কেনাকাটার ওয়েবপেজ বেছে নেবেন।’’ 

সাঙ্ঘাতিক কর্মব্যস্ত জীবনে দুদিনের ছুটি নিয়ে গোয়ার সমুদ্র সৈকতে এসেছে আদিত্য। ভারতের সবচেয়ে নামী অনলাইন কেনাকাটার ওয়েবপেজ এর হাই প্রোফাইল মক্কেলদের তুষ্ট রাখাই তার কাজ। আদিত্য তার অধঃস্তনদের বলে –‘‘তোমরা হলে গিয়ে ‘ডিজিটাল নেটিভ’। তোমাদের আর আলাদা করে এই ভাষা শিখতে লাগেনা। আমাদের মত ‘ডিজিটাল ইমিগ্রান্টস’ দের অনেক বেগ পেতে হয়, বুঝলে?’’ 

ভোরের আলো ফুটেছে। সমুদ্রের গর্জন নেই। বরং যেন কুলকুল শব্দে নদী বয়ে যাচ্ছে- শান্ত, স্নিগ্ধ। মধুমতী যায় বয়ে যায়......গুনগুন করতে করতে তৈরি হয়ে নিল আদি । হোটেল-এর রেস্তোরাঁয় রাখা সুবিন্যস্ত খাবারের থেকে পছন্দসই খাবার নিয়ে টেবিলে চলে এল। ডিজিটাল টেবিল ম্যাট স্বাগত জানাল তাকে।আদি লেগে পড়ল কাজে। হাত চালিয়ে ডিসপ্লে স্ক্রিন সরিয়ে নিজের এলাকায় এ ঢুকে পড়ল সে। এত বড় ক্লায়েন্ট হাতছাড়া হলে আসন্ন প্রোমোশনের তেরটা বাজবে। ঘাঁটাঘাঁটি করে দেখল যে মুনমুন দেবীর খুব পছন্দের ফুল হল হলুদ গোলাপ। তার বন্ধুরা তাকে জন্মদিনে, বিবাহবার্ষিকীতে ওই ফুল তাদের ই ওয়েবসাইট থেকে কিনে পাঠায়। আজ তার জন্মদিন। কেল্লাফতে- একগুচ্ছ হলদে গোলাপ – সাথে একটা ব্যক্তিগত ছোঁয়া –

হলুদ মেখে চাঁদের হাসি
থাকুক অমলিন,
উজ্জলতায় ভরে উঠুক
আপনার জন্মদিন...। 

ডিজিটাল যুগ। গোলাপ পিজার আগে পৌঁছে যায় এমন ক্ষেত্রে । বই মুখে আদি তখন সৈকতে ডেক চেয়ারে, বিপ্‌ বিপ্‌- চাঁদের হাসি বাঁধ ভেঙ্গেছে......উছলে পড়ে আলো...। যাক পদোন্নতিটা আটকাবেনা তাহলে..... 


১৫ই জানুয়ারী, ২০৩৫, রাত ২টোঃ 
ঘুম ভাঙল। ঘুটঘুটে অন্ধকার ঘর। একমিনিট কাটতেই সামনের দেওয়াল জেগে উঠল- 
‘‘মিস্টার মুখার্জ্জি, আপনি ঠিক আছেন? কোন সাহায্য লাগবে?।’’ 

চুপচাপ থাকে আদি, কথা বলতে ইচ্ছে করেনা। ওর এই অভ্যাস ডিজিটাল দেওয়াল জানে। তাই মায়ের ছবি ফুটে উঠল, সাথে ঘুমপাড়ানি গান... 

আসবে পরী আজ রাতে,
দেবে তোকে ডানা, 
আয় রে খোকা ঘুমিয়ে পড়,
আর করিসনে মানা.....। 

ঘুমিয়ে পড়ল আদি । মায়ের ছবিও নিশ্চিন্ত হয়ে অন্ধকারে ডুব দিল। যতক্ষণ নিঃশ্বাস সাধারণ গতিতে চলছে, জ্ঞানেন্দ্রি়য় যন্ত্রদেরও নিশ্চিন্তি। বেগতিক দেখলেই সফ্টওয়্যার-এ ঢুকিয়ে রাখা সব জরুরী নম্বর এ ডাক পড়বে। রাতের হাই টেক প্রহরীর পাহারায় আদিত্য এখন নিশ্চিন্ত স্লীপিং মোড এ। 

0 comments: