অণুগল্পঃ অনামিকা সরকার
Posted in অণুগল্প
অণুগল্প
শত্রু যখন ভাষা
অনামিকা সরকার
আজন্ম আসানসোলে লালিত পালিত মৌমিতা প্রেমে পড়লো গ্রামের ছেলে ঋষির!!! সহজ,সরল আর বুদ্ধিমত্তার এমন কম্বিনেশন সচরাচর দেখা যায় না। পরিণত বয়েসের বিচক্ষণ প্রেম, তাই বিয়ে পিঁড়ির দিকে এগোতে দেরি হয় নি। কমিউনিস্ট শ্বশুর মনেমনে সহজেই মেনে নিলেন, কিন্তু………একটাই আব্দার “শহরেরে মেয়ে ! একবার এসে দেখে যাও! এই গ্রামে থাকতে পারবে তো?” -একমাত্র হবু পুত্রবধূর কাছে বিনীত অনুরোধ। চোখে প্রেমের কাজল মেখে মৌমিতা গেল ঋষির গ্রাম……
এতো হলুদ সরষে….এতো সবুজ মাঠ
দেখি নি কয়লার কাঠিন্যে
অথবা ক্ষয়ধরা চিমনীর নিঃশ্বাসে
তাই তুমি সপ্তপদী তারুণ্যে যেতে নাহি দিলে
অন্য কোথাও অন্য কোনখানে……
...বিয়ে টা হয়ে গেল!!!
বিপত্তি যে এভাবে আসবে মৌমিতা জীবনে ভাবে নি! ভাষা যে এমন ভাবে গ্রাম শহরের বিভাজন কে প্রকট করবে স্বপ্নের অতীত ছিল!!
শ্বশুর বাবা বললেন “মৌমিতা আমার পিরেনটা দাও তো”
মৌমিতা ভাবে, ভুল শুনলাম না তো? পিঁড়ে চাইলো? আবার শ্বশুর কে জিজ্ঞাসা করে, “কি বললে বাবা? পিঁড়ে?”
“আরে না পিরেন । হ্যাঙ্গারে ঝোলানো আছে”
হ্যাঙ্গারে সার সার জামা …..পাঞ্জাবী….পিরেন কই?? ভাগ্যিস ঋষি ছিল, হাসতে হাসতে পাঞ্জাবীটা ধরিয়ে বলে, “শহরের ভুত, এই দেখো পাঞ্জাবীকে পিরেন বলে”
দিন যায় ….অতিরিক্ত গরমে শ্বশুর হঠাৎ অজ্ঞান!!! সবাই ব্যস্ত….ত্রস্ত...। “মৌমিতা তোমার পাশে বেনা আছে দাও তো”……. দিশেহারা মৌমিতা -আশেপাশে জল …কাপড় …পাখা …বেনা কোনটা?? “oh God, plz help me” আশেপাশের কথা থেকে আপ্রাণ আন্দাজ করার চেষ্টা করে মৌমিতা বেনা কি ……কিন্তু!!!
অশান্তি চূড়ান্ত আকার নিল সেদিন শ্বাশুড়ি বলেন “বৌমা!! পেলে টা আনো তো, রান্না ঘরের জল চৌকি তে আছে”। চৌকি ? হ্যাঁ, একটা ছোট্ট মত কাঠের চারপায়া আছে, টেবিলের মত দেখতে তাহলে ওটাই জলচৌকি। কিন্তু পেলে টা কি? ভাবতে বসল মৌমিতা……ওদিকে শ্বাশুড়ির গজর গজর শুরু “পড়াশুনায় ভালো হলে কি হবে ? কাজের কিছু জানে না…….একটা কথা বললে এমন ভাব করবে যেন বিলেত থেকে এসেছে…….উফফফ ! এই বৌ নিয়ে আর পারা যায় না……
0 comments: