0

কবিতাঃ কৃষ্ণেন্দু ব্যানার্জী

Posted in


কবিতা


বাউন্ডুলে আমি তোমার 
কৃষ্ণেন্দু ব্যানার্জী


শূন্য থেকেই হোক না আবার গোনা শুরু
গন্ধ শোঁকা বাতিক সে তো চারপেয়েদের
মানুষ হ’য়ে দুপা দিয়েই হাঁটতে শেখা 
শ্যাওলা পড়া চেনা পথে ভীষণ দামী ব্যাঙের ছাতা। 
আজকে শুরু হোক না চলা অজানারই উজান বেয়ে
বন্ধ থাকুক ভীড়ের মাঝে হারিয়ে যাওয়া রোজের খেলা। 
কানপাতলা না হয় থাকুক ল্যাংটো হ’য়ে সবার কাছে
সবাই জানুক আমার নিবাস ভালোবাসা আর তোমার মাঝে। 

পড়ে থাকুক চেনা ছকের দেঁতো হাসি বুকে ব্যাথা
ঝাঁপতালেতে বাজতে থাকুক যা কিছু সব গতে বাঁধা
লজ্জাবতী দায় এড়িয়ে চিরকালীন লজ্জা পাওয়ার
আঁকতে থাকুক ভালোবাসা দুঠোঁট দিয়ে। 
ছন্দে বেঁচে দম আটকে বেদম হওয়া
বৃষ্টিস্নাত হবোই এবার নিয়ম ভেঙ্গে।
খাপছাড়া আর ছন্নছাড়া মিলবে এবার 
বেনিয়মেই আজকে হবে হাতেখড়ি নিয়ম ভাঙার। 

লালপাহাড়ীর দেশে গিয়ে মাতবো এবার 
মহুয়া টেনে পরব দিনে তোমার সাথে দিলাম কথা।

0 comments: