0
undefined undefined undefined

কবিতাঃ অঞ্জন বর্মণ

Posted in


কবিতা


ভাষা নিয়ে কেন ভাববো?
অঞ্জন বর্মণ




ভাষায় ভাসায় কলরব
চোখের আবার ভাষা কি?
শব্দের ঢেউ এ বিপ্লব
গহীন আঁধারে জোনাকি।

প্রেমের ছোঁয়ায় স্বপ্ন
আঙ্গুল ছোঁয়ায় শিহরণ
হাওয়ার ছোঁয়ায় যত্ন
শরীর ছোঁয়ালে ‘জানেমন’।

সুরের ছোঁয়ায় অনুভব
নৃত্যের তালে তরঙ্গ
বৃষ্টি ফেরায় শৈশব
ঝড়ের দাপটে বিভঙ্গ।

ছন্দের ভাঁজে কাব্য
রৌদ্র জ্বালায় চামড়া
ভাষা নিয়ে কেন ভাববো?
হাত বাড়িয়েছি আমরা।

0 comments: