0
undefined undefined undefined

কবিতাঃ কাশীনাথ গুঁই

Posted in

কবিতা 



মায়ের মুখ
কাশীনাথ গুঁই



জীবনে প্রথম শোনা শব্দ
সেই জন্মক্ষণে মায়ের মুখে।

প্রথম আদরের সেই শব্দগুলো
সবই মাতৃভাষা সেদিন তা জানা ছিল না।

শাসন বারণ রাগ অনুতাপ ভালবাসায়
বড় হতে হতে মায়ের মুখে যা শুনেছি তা
চিরকালের আপন - সেই মাতৃভাষা।

জীবনের মুকুলে, যৌবনের প্লাবনে
পেলব আর মুখের পানে তাকিয়ে
যা বলিনি, যা কানে কানে গুনগুনিয়ে
আরক্ত করেছে কাউকে সে মাতৃভাষা।

সূদূর প্রবাসে আজ রোগশয্যা আঁকড়ে,
যে সেবিকার হাতে সেবা নিলাম
তাকেও মায়ের মত মনে হল।
ডাক শুনে মানে বুঝে নিল সেই দক্ষিণীও।

মাতৃভাষা কাউকে পিছিয়ে রাখেনা,
দীনতা, হীনমন্যতা না যেন করে
মায়ের ভাষার অপমান।

মাতৃভাষার সম্মানে
কত জীবন দিল বলিদান
আসামে বাংলাদেশে।
আ মরি মায়ের ভাষা
চাই সবার কণ্ঠে থাকা।

0 comments: