0

কবিতাঃ সিয়ামুল হায়াত সৈকত

Posted in


কবিতা

ইতিহাস ইতিবৃত্ত
সিয়ামুল হায়াত সৈকত



মৃত্যুদণ্ড দিও অসুখেরে—
এই উপত্যকায় যত ছিঁড়ে-ফেড়ে মনোনয়ন,
আমাকে দিও; অনন্তের সাক্ষী বাতাস হোক!
আমি প্রাণ দিব
তুমি কি দিবে শেষ ভরসাটুকু?
বিবেক হাতে পুরে-বিকারগ্রস্ত আমি
কেউ শূন্য বানায় আমাদের অনায়াসে।
বাতাস বাড়ে
মুখ পুরে রয় বিধ্বস্ত ইতিহাস!

0 comments: