undefined
undefined
undefined
কবিতাঃ অনুপম দাশশর্মা
Posted in কবিতাকবিতা
স্বাক্ষরের উৎসমুখে
অনুপম দাশশর্মা
তোলপাড় করা অনুভূতি শেষে হাত পাতে বিপন্ন জিভের কাছে
লুফে নেয় রসনা, অদৃশ্য উদরের কাছে প্রতিশ্রুতিবদ্ধ
মানসিক অবস্থান সগর্বে প্রকাশে..
খোলা বাতাসে ছড়িয়ে পড়ে সসীম ব্যাখ্যা শব্দে,
অক্ষরের মুকুটে সেই আলংকারিক...ভাষা!
যা থাকে বলবার আশেপাশের চেনা-অচেনার মনের সাথে চলবার
সে সবই উদ্ভাসে মুখর, সফল বোঝাবুঝিতে
শ্রুতিনন্দিত ভাষায় জৈবিক বোঝাপড়া
ভাবনার অলিতে গলিতে
কারোর সান্নিধ্য দূর্জয় ভাললাগার পুরস্কার
প্রভাবিত দ্বৈত ইচ্ছেকে মেলবন্ধনে
স্বীকৃতি দেয় অমর্ত্য ভাষা
যাবতীয় মনের অস্পৃশ্যতাকে তুড়ি মেরে উড়িয়ে
ভাষা-ই সৌহার্দ্যের হাসনুহানা!
0 comments: