0
undefined undefined undefined

রম্যরচনাঃ মৈত্রেয়ী চক্রবর্তী

Posted in


রম্যরচনা


আ মরি ___ভাস্সা 
মৈত্রেয়ী চক্রবর্তী



পাড়ার মোড়ে হঠাৎ গজানো মঞ্চ দেখে সকলেই কিঞ্চিৎ কৌতুহলী। কি হতে পারে আজ? কোনো জলসা টলসা? নাকি রাজনৈতিক দলের অনুষ্ঠান? একটু পরেই বোঝা গেলো, সেসব কিছুই নয়, ভাষা দিবস উদযাপিত হবে। তা'বেশ - তা'বেশ, পাড়ার বয়স্করা খুশিও, অবাকও। অবাক হবার কারণ হোলো - আয়োজকরা। তাদের একজনেরও ভাষা আন্দোলন সম্পর্কে কোনো ধারনা আছে বলে জানা নেই। প্রায় প্রত্যেকেই স্ এর ওপর সিলিপ খায়, সাথে বাঙ্গলা শব্দ কটা বলে, আঙ্গুলে গুনে বলা যায়; এহেন রা করছে ভাষা দিবস? যাকগে, 'সাধুতার ভানও ভালো'। সারাটা দিন মোটামুটি দুনিয়ায় যতো দেশাত্মবোধোক গান আছে সব বাজানো শেষ, কি বাংলা কি হিন্দি। তা ও সহ্য হচ্ছিল, কিন্তু যত গোল বাধল সন্ধ্যে বেলা মূল অনুষ্ঠানের সময়। 

"নোমোস্স্কার আজ একানে ভাস্সা দিবসের অনুস্স্টান আপনারা দলে দলে যোগ দিয়ে জয় যুক্ত করুন। পোধান বক্তা আমাদের স্সকলের অতি পিয় গজেন্দদা। আপনারা জানেন, গজেন্দবাবু বাঙ্গালী না হয়েও বাঙ্গলাকে কতো ভালোবাস্সেন। অতএব বন্ধুগন, এই অনুস্স্টানের মূল সভাপতি উনিই। আগারওয়ালদা না থাকলে আজকের এতো স্সুন্দর পরিবেস্ হোতো না। ওনাকে ফুল দিয়ে, সরি পুস্পো দিয়ে স্সম্মান জানানো হচ্চে, আপনারা তাই বন্ধুগন হাততালি দিন। এরপর গজেন্দ বাবুকে কিছু ভাসন দিতে অনুরোদ করবো।" 

"ধন্যিয়োবাদ, আমি ভাসা নিয়ে কি বোলবো? ভাসা দো প্রকার। এক তো আপনি যো বলেন - মুখের ভাসা আর দো জোলের উপর ভাসা। মুখের ভাসা হোলো কি যিটা দিয়ে আপ সোব কুছ ভাসা ভাসা বুঝাতে পারলেন। আর জোলের ওপর ভাসা কি? উটা আসলি ভাসা, উটার জন্যিয়ো আপনার যো সাপোর্ট চাহিয়েঁ উটা দিবে হামার কোম্পানীর লাইফবেল্ট। উটা লেকে আপ কঁহিভি সুইম করেঁ, কলকাত্তার, অউর কলকাত্তার বাহির ভি বোড়ো সোব ওয়াটার পার্কগুলো হামার কোম্পানীর প্রডাক্ট ইউস করে। ইত্তো ভালো ক্যোয়ালিটি কোই ভি আপনাকে দিবেনা। ইকবার ব্যওহার করলে আপনি ভি অন্যিও কুছু চাইবেন না। দোস্তোঁ, ভাসা দিবসে ভেসে থাকার প্রডাক্ট কে বারেঁ মেঁ জানকারি হোনি চাহিয়েঁ। সবাইকে ফির নোমোস্স্কার বল্লাম। জয়হিন্দ, ভাসা দিবস্ অমর রহেঁ"।

0 comments: