কবিতাঃ মাহমুদ নজির
Posted in কবিতাকবিতা
তুমি বললে থাক
মাহমুদ নজির
সবকথা যায়না বলা
সবকথার না হয় ওজন,
সবকথা না হয় শেষ।
কিছু কিছু কথা আছে
রয়ে যায় ভাবনার গভীরে
থেকে থেকে ওঠে ঢেউ ;
মনোলোকে তুলে কাঁপন!
ভাঙে বুক।
তোমাকে বলার ছিলো
অনেক কথা -
অনেক অনেক দুঃখ আর
যন্ত্রণার কাহিনী।
অথচ, সময় মুছে দিচ্ছে ক্রমাগত
সেইসব জমানো স্মৃতি ;
সেইসব না বলা কথা।
এখন শুধু হতাশার দিনযাপন,
আলো ভেবে অন্ধকারে হাঁটা...
তুমি বললে, থাক,
ওসব না বলাই ভালো।
0 comments: