0

কবিতাঃ অনিন্দ্য মুখোপাধ্যায়

Posted in




কবিতা


পরবাসী
অনিন্দ্য মুখোপাধ্যায়


ঠোঁটে ঠোঁট মিশিয়ে ছিলে, ভালোবেসে 
বিলি কেটে ছিলে ঝাঁকড়া চুলে প্রচন্ড আশ্লেষে, 
তোমার করে আঁকড়ে রেখেছ যাকে, 
সে অন্য কাউকে সঙ্গে নিয়ে, তোমারই ঘরে থাকে। 

হাত বাড়িয়ে ধরেছিলে তার শরীর, 
তোমার প্রিয়, তোমার চোখে বীর 
তবু বীরের ভোগ্যা বসুন্ধরা ও নারী! 
ভাব শেষ, শুধু মনের সঙ্গে আড়ী। 

নিঃস্বাসে তুমি ঘ্রাণ নিতে তার বুকে, 
মাথা ছোঁয়াতে মান অভিমান, দুঃখ এবং সুখে। 
আজও আড়ি পেতে কি শুনতে চাও ? 
প্রিয়’র প্রিয়ার হাসি!! 
তোমার প্রিয় তোমার ঘরেই তবুও 
পরবাসী

0 comments: