0

কবিতাঃ ঋজুরেখ চক্রবর্তী

Posted in


কবিতা



দেখতে দেখতে
ঋজুরেখ চক্রবর্তী




যেসব কথা বলব ভাবি
    আবদার বা অল্প দাবি
রাত পোহালেই হাতের তেলো
    উল্টে দেখি পাল্টে গেল
সব অভিমান

নিক্তি মেপে ওজন করা
    ঠাট্টা হাসি ও মস্করা
রূঢ়তাতেও মিনতি হয়
    লুকিয়ে রাখে নিরতিশয় 
ঘোর পিছুটান

এমনি করেই দিন-প্রতিদিন
    সম্প্রদানে বিত্তবিহীন
জমিয়ে রাখি কপর্দক যা
    তাতেই খুলে সদর দরজা
শুনিয়েছ গান

দেখতে দেখতে বয়স হবে
    সম্ভবে ও অসম্ভবে
জড়িয়ে রেখো স্বাধীনচেতা
    আমার যেসব আদিখ্যেতা
খুব বেমানান



0 comments: