0

কবিতাঃ রানা পাল

Posted in


কবিতা



অবহেলা 
রানা পাল


শরীরের চারপাশে
কেন এত নির্জনতা ছড়ানো

আকাশের ছায়া-মাখা জল, হৃদয়ের বাঁক
তোমার সঙ্গে যাক

ধান মাঠ অনেক ওপারে
এক ঘেয়ে মৃদু শব্দ গড়ানো।

দিনমান জুড়ে
কেন এত শূন্যতা পোড়ানো।

আমাকে কি ডেকে নিতে ভুলে গেছ তুমি
পায়ের আড়ালে দেখো ভিজে গেছে ভূমি

অসতর্ক বেড়াজালে
তোমারই যে অবহেলা ওড়ানো।




0 comments: