0

কবিতাঃ শিবলী শাহেদ

Posted in


কবিতা



সংকট
শিবলী শাহেদ


গত শতাব্দীর চেয়েও অপরিচিত
এক সময় সংকটে দাঁড়িয়ে
আমি রীতিমতো কাঁপছি
কেঁপে কেঁপে ভাবছি
আর মাপছি
হাওয়াদের ওজন, আয়তন।
কারণ এই মুহূর্তে আমার মেইলবক্সে
তোমার দেয়া বুনো অক্ষরের ঘ্রাণ
বুকের ভেতরকার বাতাসকে ক্রমশ
ভারি করে তুলছে...






0 comments: