0

মুক্তগদ্যঃ ইন্দ্রাণী ঘোষ

Posted in


মুক্তগদ্য




অভ্র কুঁচি আকাশ
ইন্দ্রাণী ঘোষ



সেই স্যাতস্যতে ফেব্রুয়ারী মাসের দিনটায়, ছেলেটা মেয়েটাকে বলেছিল 
“আলাদা হয়ে যাওয়াই ভাল”। কি ভাবে যেন সেদিন বৃষ্টি হয়েছিল সারা সকাল ধরে ।

মেয়েটা তড়িঘড়ি গিয়েছিল দেখা করতে বিকেল না ফুরতেই ।

দু মাস ধরে জমিয়ে রাখা ঝগড়াটাকে সেদিন শেষ করবেই ।

ছেলেটা শেষ করল সব ঝগড়া । সব অপমানের ইতি টানল । আর যেন মেয়েটা কোনদিন কিছু আশা করার সাহস না পায় । তা বোধহয় ভালই হয়েছিল । 

তবু অজান্তে ফাল্গুন চৈত্রের দুপুরে বৃষ্টি আসে, ঘাসফুল, ভেজাপাতা, ভেজা মাটি, একসাথে সব সুগন্ধ মেঘকে ফিরিয়ে দেয়। পাথুরে নদীটা গল্প বলে বরফচূড়ার । সবাই তড়িঘড়ি পা চালায় ঘরে ফেরার টানে । হাঁড়িতে দুমুঠো চাল ফেলি । কাঠের আগুনে চড়িয়ে দি ।

ডাল ভাতে অন্তত সারা হোক রাতের খাওয়া । তারপর জানলার ভিতর দিয়ে ঢুকে পরে এক ফালি আকাশ । রূপোলী অভ্র ছেটান একটুকরো আকাশ । সেই রূপোলী অভ্র বসানো আকাশ সারা বছর জেগে থাকে । ক্যানভাসে আঁকা হয় শব্দের ছবি ।

অকাল বৃষ্টি পরে সাদা কাল রূপোলী মেঘ থেকে। আর সেই অভ্রের আলোয় হঠাৎ দেখি আমার টবের ক্যাকটাসে গোলাপি, হলুদ ফুল ধরেছে । 






0 comments: