0

কবিতাঃ মৈনাক সেনগুপ্ত

Posted in


কবিতা



আত্মকথা
মৈনাক সেনগুপ্ত


আমি তো সাত-উপোসী কাঙাল কোনো রেললাইনে ।
দু চোখের খিদের ভাষা লুকিয়ে রাখি সঙ্গোপনে ।
জানি- আমি পুরুলিয়ার জ্যৈষ্ঠশেষের ক্লান্ত মাটি ।
তবুও বৃষ্টি-রাতে সরিয়ে ফেলি একলা আমার ভিক্ষেবাটি ।
শীতের দুপুর; রিক্ত গাছের একটি পাতায় । 
নিজেই লিখি- নীল এপিটাফ ধূসর খাতায় ।




0 comments: