কবিতাঃ ইন্দিরা দাশ
Posted in কবিতাকবিতা
হাল্লা চলেছে যুদ্ধে
ইন্দিরা দাশ
দলাদলি সার, আজও আবার
সবুজ লালেতে হট্টগোল
ভোজালি গুলিতে পুরো বস্তিতে
রাতভর হোল এ ডামাডোল।
বুধোটার ছেঁড়া বইকটা গেছে
নিধুটার একটাই জামা
মাটি সানকিতে ভাত ছিল বাড়া
খুঁজে দিশাহারা হোল যে মা।
বুধো’র বাপেতে ঘর ছেয়েছিল
বর্ষাটা কেটে যাবে ভেবে
মানুষই জ্বালিয়ে খাক করে দিল
বৃষ্টিকে দোষ কেন দেবে?
গণনা চলেছে, ফি বছরই চলে
নামী দামী দাদা-দিদি’র দল
ফাঁকা প্রতিজ্ঞা ঝুঠো আশ্বাসে
বাজায় নিজের বেদম ঢোল।
মূর্খরা তাও মূর্খই থাকে
ভুখা, খিদে নিয়ে দিন কাটায়
বছর ঘুরলে রক্তস্নানেতে
নেতারা সাম্যগানই গায়।
বেকার ছোঁড়াটা সহজ লক্ষ্য
হাজার পাঁচশো নোট ক’টা
কোনখানে পেটো ঝেড়ে দেব দাদা?
পঞ্চায়েতের ভোকাট্টা ।
নীচেতে ওপরে, নানা স্তরে স্তরে
ননী মোছে গোঁফে পেটোয়ায়
তবু জনহিতকারী দয়াল নেতারা এখনও
এখনও দেশের ভালোটি চায়।
0 comments: