0

কবিতাঃ অঞ্জন বর্মন

Posted in



কবিতা




দেখা না দেখা 
অঞ্জন বর্মন



কাল তোমাকে দেখলাম নীলিমা,
স্বপ্নে নয়; রক্তমাংসের শরীরে|

দুপাশে বোগেনভেলিয়ার ঝোঁপ
আর সারি সারি ইউক্যালিপ্টাস ঘেরা 
মসৃন নির্জন রাস্তা ধরে
তুমি হেঁটে আসছিলে|

তোমার ঈষৎ দীর্ঘ কৃশ শরীরের অলস ভঙ্গিমা 
তোমার উজ্জ্বল মুখের অনাবৃত আনন্দ
তোমার শান্ত চোখের নীরব চেয়ে থাকা 
তখন রহস্য বলে মনে হচ্ছিল|

দূর থেকে মনে হচ্ছিল 
আমার সেই কতকালের চেনা 'তুমি'|
আমি স্বভাবসিদ্ধতায় উঠে দাঁড়িয়ে ছিলাম 
মনে আছে আমি না দাঁড়ালে তুমি রাগ করতে?
ঠোঁটের কোণে একচিলতে হাসিও ছড়িয়ে দিয়েছিলাম...|

তুমি এলে, মুহূর্তে থমকে দাঁড়ালে 
এভাবেই তুমি বরাবর দাঁড়াতে| 
তোমার চোখে ভীড় করেছিল গভীর শূন্যতা, 
তোমার ম্লান হাসিতে ছড়িয়েছিল Ártemis এর করুণা,
আর তোমার নিশ্চল শরীরে ছিল হারিয়ে যাবার বেদনা|

শুধু তোমার সিঁথিতে একচিলতে রক্তাভ দূরত্ব 
কত আলাদা করে দিয়েছিল তোমায়! 

মুহূর্তেই মুহূর্ত ভেঙ্গে যায়|
দৃশ্যগুলো কত আলাদা তাই না?
কিম্বা একই, শুধু একটা অস্তিত্বের উপস্থিতি 
অথবা হারিয়ে যাওয়া....

এই যে দেখা, না দেখা 
দেখেও ফিরে যাওয়া, অথবা 
না দেখেও অনুভব করা - এগুলোই সত্য
কারণ এগুলো দৃশ্য|

অথচ যা কিছু নিরবচ্ছিন্ন ভাবে 
আরো বড় কোনো সত্যের দিকে 
আমাদের টেনে নিয়ে যায় 
সেগুলো কত অসহায়!





0 comments: