0

কবিতাঃ প্রবাল কুমার বসু

Posted in



কবিতা



অনবধানে
প্রবাল কুমার বসু


তুমি তো আসোনি
কার পা’র ছাপ পড়েছিল অক্ষত
চৌকাঠ থেকে সামান্যটুকু দূরে
তুমি তো আসোনি
কে এসে হয়েছে বারবার বিব্রত
না জানা স্পর্শ তারপর থেকে শুধু
অনাবশ্যক রেখেছি যে করমূলে
না হয়ে অসম্মত



0 comments: