0
undefined undefined undefined

কবিতা - গোপেশ দে

Posted in





বারান্দায় যখন আমি একা একা বসে থাকি
একটা সুতীব্র চিন্তার বাতাস বয়ে যায় মগজে
বড় উদাসীন হয়ে যেতে ইচ্ছে করে

লাইন ধরে কিছু অক্ষর এসে একটা কবিতা বানায়
আমি চেয়ে দেখি তার রূপ
বিমুগ্ধ বিস্ময়ে উন্মাদ হই আপন অভ্যাসে

নিজেকে অহংকারী লাগে, বড় বেশী রাশভারী লাগে
কিছু খণ্ড স্মৃতি নীল আকাশে মেঘ নিয়ে আসে
বিড়বিড় করে নিজেকে পরাঙ্মুখ ভেবে রাস্তায় নেমে আসি

চোখে স্বপ্নহীন নেশা নিয়ে উদ্বাস্তুর সাথে নিজেকে তুলনা করি
আর ঠিক তখনই চায়ের তৃষ্ণা পেয়ে যায়...

0 comments: