0

কবিতা - কুমকুম বৈদ্য

Posted in









আকাশের গায়ে শরতের মেঘ ভাসে
ফুটপাত জুড়ে নতুন জামার সুখ
তোমার শরীরে শিউলি গন্ধ জমায় 
লাস্ট ট্রামে আমি বাড়ি ফিরে যাই রোজ 

ফুটপাত জুড়ে এলো চুম্বন ওড়ে 
শহর জুড়ে পুজোর মরশুম
রাস্তা জোড়া বাঁশের ব্য়ারিকেড
সারারাত ধরে প্যান্ডেলে জাগে ঘুম

আমি নিশাচর, তুমি বিশ্বাস করো
তোমার স্পর্শ আজন্মকাল চেনা
তোমার দুচোখে কোজাগরী পূর্ণিমা
জ্য়োৎস্নায় ভেসে আমি বেঁচে থাকি রোজ

0 comments: