0
undefined undefined undefined

কবিতা - রবীন বসু

Posted in






















অমিত ঐশ্বর্য জাগে, জাগে প্রাণ অনির্বাণ জাগে
তবুও মৃত্যুর ক্ষত কবরের পাশে শুয়ে থাকে
জেগে ওঠে নীল ভয় আবর্তিত সময়ের ডানা
থর থর কেঁপে ওঠে আভূমি আনত শামিয়ানা।

বিপন্নতা মাখে দেশ অভাবের শূন্যথালা খালি
শুকনো মাঠে খড় নেই, নেই কোন ধান রূপশালি;
স্মৃতি শুধু খই ফোটে তপ্তবালু পুড়ে হয় খাক
সময়ের অন্নপূর্ণা তোমার পায়ের চিহ্ন থাক।

যে স্পর্শে বেদনা আসে, তাকে ধরো অঞ্চলের খুঁটে
বৈভব স্তিমিত প্রায় দুঃখ নিয়ে মরো মাথা কুটে;
যন্ত্রণার ঠোঁট চায় ওই দেখো জলের উৎসার
তুমি চাও ভিন্ন মুখ আকাঙ্খিত আরোগ্য অপার।

অমিত ঐশ্বর্য জাগে, জাগে প্রাণ অনির্বাণ আলো
সভ্যতার হাত ধরে সময় মোছাবে এই কালো।

0 comments: