0

সম্পাদকীয়

Posted in





সম্পাদকীয় 

উৎসবের দিনগুলি আপাতত অতিক্রান্ত। এর মধ্যে ঘটে গিয়েছে দু'দুটি ইন্দ্রপতন। আলোর উৎসবের পরদিন চলে গেলেন বাঙালির চিরকালীন অপু সৌমিত্র চট্টোপাধ্যায়। প্রায় চল্লিশ দিন অসুস্থ ছিলেন তিনি। সবাই আশা করেছিলেন তিনি সুস্থ হয়ে আবার ক্যামেরার সামনে দাঁড়াবেন। তা হলো না। 

আর এর দুদিন পর জার্মানির হির্শবার্গ-এ প্রয়াত হলেন এই সময়ের এক শ্রেষ্ঠ ভাষা শিল্পী অলোকরঞ্জন দাশগুপ্ত। এও এক আশ্চর্য সমাপতন! একই সময়কালের মধ্যে নিজ নিজ জগতে বিখ্যাত হয়ে উঠেছিলেন এই দুই শিল্পী - কবিতা ছিল যাঁদের হৃদয়ের অন্তঃস্থলে। 

এদিকে অতিমারির আগ্রাসন কিছুটা হলেও মনে হয় স্তিমিত। কিন্তু যতদিন এর প্রতিষেধক আমাদের হাতে না আসছে, ততদিন সাবধানের মার নেই। চারপাশের নিরাশার মধ্যে তবুও খুঁজি আশার জোনাকি।

শুভেচ্ছা নিরন্তর

0 comments: