0
undefined undefined undefined

কবিতা: শর্মিষ্ঠা ঘোষ

Posted in


কবিতা



এন্তেকাল
শর্মিষ্ঠা ঘোষ



আইডল এর এন্তেকাল হতে না হতেই ফ্যাতারুরা হাঁসফাঁস ডানা ঝাঁপটাচ্ছে
বিদ্রোহ খুঁজে নিচ্ছে চিরচেনা মাদুলি
সব পথ ঘরমুখো সুখী সব নদী কূল ছাড়া একা ভাবে তবে

বদলে দিবি সব? মজ্জাগত রুল এবং জগদ্দলের ফাঁস ?
তওবা রে দোস্ত, এমন স্বপন বপন নতুন নয়
ঝামা হলাম হাওয়ায় হাওয়ায় শুধু ? প্যাশান ফ্লাওয়ার আমার জলেও ফোটে

0 comments: