0

কবিতা: হিল্লোল রায়

Posted in


কবিতা


থোড়-বড়ি-খাড়া
হিল্লোল রায়


ঝোল-ঝাল, ভাজা-ভুজি, ঘণ্ট ও ছেঁচকি -
দেশে গিয়ে খেতে বসে সে কি মোর হেঁচকি !
সেই সাথে দইবড়া, দরবেশ ও মিষ্টি -
আনে মনে দিনক্ষণ, বোশেখের বিষ্টি !
এলোকেশে তুমি এলে গেটটাকে খুলতে -
ক্লান্তিতে দেহ মোর থাকলোই ঢুলতে !
কত কথা বলেছিনু “মেট্রো”-র নীচে -
তারপর কথা হয় ফ্লোরিডা-র বীচে !

সময়ের স্রোতে মোরা ভেসে চলি আজ -
করি শুধু বকবক, সেই সাথে কাজ !
রামধনু রঙে ভেসে মনে আসে কলি -
গুনগুন সুরে তাই মন-কথা বলি !
প্রহর গোনার ফাঁকে তোমার ভুরুর ঢেউ -
এনে দিতো আকুলতা, জানতো না কেউ !
আঁচলের আড়ালে শুধু লুকানোর খেলা -
কোথা গেলো আজ তারা, প্রবাসের বেলা ?

চামেলী-র ছন্দে পুলকিত মন -
যেন কথা উবে গেছে ? আর কাশ বন ?
তোমার চুড়ির কিঙ্কিনী আজও দেয় নাড়া -
চলেছে জীবন রসনার স্রোতে, যেন থোড়–বড়ি-খাড়া !

0 comments: