undefined
undefined
undefined
অণুগল্প: উৎসব দত্ত
Posted in অণুগল্প
অণুগল্প
মনের কাছাকাছি
উৎসব দত্ত
সহেলি আর রাজীব ছমাস হল একসাথে থাকে সামনের বছর বিয়ে করতে পারে, নাও পারে - দুজনেই খামখেয়ালি। কদিন ধরেই ভাবছে শপিংএ যাবে। অফিসের ব্যস্ততায় সারা হচ্ছিলনা। আজ প্ল্যান করা আছে অফিস থেকে আগে বেরোবে।
সময় মতো ওরা চলে এসেছে। রাজীবের জন্য টি শার্ট পছন্দ করে দিয়েছে সহেলি আর দুটো ডেনিম জিন্স সাথে টুকটাক যা নেবার ছিল।
সহেলি ওর সেই প্রিয় বুটিকটায় ঢুকেছে। ডানদিকে সেই পরিচিত লোকটা।
"ম্যাডম, ক্যামন আছেন ? নতুন শাড়িগুলো দেখুন । ব্রান্ডেড। এগুল আমাদের এখানেই তৈরি । কদিন পর বাইরে চলে যাবে।"
বেশ কয়েকটা পছন্দ হল। সহেলি শাড়ি গুলো নিয়ে ট্রায়াল রুমে এ চলে গেল।
রাজীব চুপচাপ বসে আছে। দু একবার এদিক ওদিক তাকাচ্ছে। রাজীবের একটা শাড়ি পছন্দ হয়েছিল একবার ভাবল সহেলি কে বলবে কিন্তু বলা হলনা।
ট্রায়াল রুম থেকে বেরিয়ে এসে সহেলি "অ্যাই ক্যামন লাগছে ?"
রাজীব আর কি বলে "খুব ভালো"।
কিন্তু সহেলির মনোমতো হচ্ছেনা কিছুতেই। আরও বার পাঁচেক শাড়ি দেখা হল। রাজীবকে যথারীতি ডজ করতে হচ্ছে। প্রতিবার কি ভালো বলা চলে আবার খারাপ লাগছেও বলা যাবেনা।
ফাইন্যালি পছন্দ হল। কিন্তু সহেলির কপাল খারাপ বুটিকের লোকটা জানালো ওটা Already Sold। কি করা যাবে অন্য শাড়ি নিতে হল।
ফেরার পথে সহেলি রাজীবের ওপর রাগ দেখাল "তোমার জন্য এতো দেরি করে এলাম কদিন আগে এলে ওই শাড়িটা পেয়ে যেতাম।"
বাড়ি ফিরে এক এক করে সব বের করা হচ্ছে। "একি! সেই শাড়িটা তো ! যেটা আমি পছন্দ করেছিলাম…."
অ্যাই রাজীব আমার পছন্দ করা শাড়িটা আমদের ব্যাগে এল কি করে? "
রাজীবের ছোট্ট জবাব "আমি পছন্দ করে রেখেছিলাম, তোমার ট্রায়াল দেবার আগে"।
Superb :)
ReplyDeleteKhub sundar....
ReplyDelete