undefined
undefined
undefined
কবিতা: সিয়ামুল হায়াত সৈকত
Posted in কবিতাকবিতা
তুমি অথবা কামনার খোঁজ পাই
সিয়ামুল হায়াত সৈকত
তোমার বয়ঃসন্ধির আশ্চর্য প্রেম বেড়ে যায়
আচমকাই আমার মনে উথলে উঠে কামনা
ছিঃ নিজের প্রতিও ঘেন্না ঘোমটা টেনে দেয়
তোমাকে দেখবো না সেটাই ভাবছি।
বয়স সবে কুড়ি
আমি বুড়োহাবড়ার দলে ভিড়ে যাই
তেলাপোকার ভয় আচমকাই জেগে উঠি
প্রেম করা সস্তা নয় গো সই!
চোখ দুটোতেও হিজাব দিও
আমি কামনার স্পর্শ ওখানেও পাই
0 comments: