কবিতা: মাহমুদ নজির
Posted in কবিতাকবিতা
চাই বদলে যাক সব
মাহমুদ নজির
কিছুটা সময়ের বিবর্তন
কিছুটা আলোর ঝলকানি
কিছুটা মায়াবতি স্বপ্নের ছোঁয়ায়
গড়ে উঠলো এই শহর মনোরমা! তোমার অপেক্ষায় থেকে থেকে
কত কিছুই তো বদলে গেলো - পার্ক ফুটপাত, রেস্তোরাঁ, অলি গলি পথ লেকভিউ, জলের ফোয়ারা।
অথচ, তুমি রইলে সেই আগের মতোই। হয়তো বয়স বেড়েছে মানি, ধুয়েমুছে রঙ বদলে গেছে - জানি সেও, বানের জলের মতো ভাসতে ভাসতে একদিন আমি তুমি হারিয়ে যাবো
এও সত্য জানি। কিন্তু, কিছুই কি বদলাবেনা আমাদের মন শহরের মতো? চাই বদলে যাক সব
মায়াবতি স্বপ্নের ছোঁয়ায়।
মায়াবতি স্বপ্নের ছোঁয়ায়।
0 comments: