0

কবিতা: ইন্দিরা দাশ

Posted in



কবিতা


ভালো থেকো
ইন্দিরা দাশ 


যদি পথটা কঠিন লাগে 
একা একা চলতে 
একা কথা বলতে 
লাভ-ক্ষতি ভুলভাল মনের হিসেবে 
কেন আর লেখো বন্ধু, ভালো থেকো।

এক কাজ ফেরা রাজপথে 
অবুঝ অমলতাস 
চুপটি দীর্ঘশ্বাস 
আচমকা টুপ যদি ঝরে হৃদয়েতে 
তাকে ছুঁয়ে দেখো 
তুমি ভালো থেকো।

এই হুজুগের শহরেতে 
গরম মিছিল 
আর হাজার অমিল শেষে 
নীরস বিকেলে বৃষ্টির মেঘ খানা 
নয় মনে এঁকো 
ভালো থেকো।

সব ফুরোয় সময়কাল 
আঁকিবুঁকি মন তাই 
উড়ানে এ পরিযায়ী
শেষ গানে ডানা মেলে 
তোমাকেই ডাক দেবে, শুনে দেখো 
বন্ধু ভালো থেকো।





0 comments: