undefined
undefined
undefined
কবিতা: অঞ্জন বর্মন
Posted in কবিতা
কবিতা
সবটা ছলনা নয়
অঞ্জন বর্মন
সবটা ছলনা নয়,
কিছু সত্য ছিল;
সবটা ফ্রেম এ বাঁধানো প্রবঞ্চনা নয়,
হৃদয়ে কিছু ফুল ছিল|
বসন্তের হাওয়া এসে
উদাসী দুটো মনে ছোঁয়া দিয়ে ছিল,
ভালবাসা, প্রেম-
তাও ছিল...
তাও যা মেলেনি তা
পৃথিবীর নীরক্ত অনিয়ম নয়|
পাথরে পাথর ঠুকে
শুধুই আগুন জ্বলে;
পাথর ফাটিয়ে কি বার করে আনা যায়
ভালবাসার নীরব ফল্গুধারা?
পাথর কি জোড়া যায়
শিরিষের আঠা দিয়ে,
প্রেম দিয়ে, আশা দিয়ে,
জ্যোৎস্নার আলো দিয়ে?
পাথরে পাথর মিশিয়ে
বানানো কি যায়
নরম পাথর?
তাই যা মেলেনি তা
মানুষীর চিরন্তন ছেলেখেলা নয়|
সবটা ছলনা নয়
কিছু সত্য ছিল...|
0 comments: