0

কবিতা: জয়া চৌধুরী

Posted in



কবিতা

কায়াপুরুষ
জয়া চৌধুরী




আজ প্রথমবার তোমার সঙ্গে এভাবে দেখা হওয়া
আজ প্রথমবার আমার মনে হচ্ছে যেন
আজীবন তোমাকে চেয়েছি এইভাবে
এমন ধীর লয়ে শেষ রাতের দরবারীর সুরের টানে
আজ তবে তোমার ভাঁজ খুলে দিই পরত বেয়ে-
ওষ্ঠে জড়িয়ে রাখি তুমি শুধু তুমিময়
এই মর ভালোবাসা।
তোমার পৌরুষ জরজর আমার কায়
আমার নিষিদ্ধ আকাঙ্ক্ষা
তোমার চুম্বকে স্খলিত ঝরে পড়ে
চেনা মেদিনীর বাসি দায় ভার কটুজীবন খোলস
আমার কবিতারা গভীর মনোযোগে
তোমায় এঁকে চলে গঁগ্যা রঙদার সীসায় কিংবা গঘ কমলাবনে
প্রবাল দ্বীপেরা আমার কথা শোনে
ওখানেই উদযাপন করবো রোজ নতুন এই আমাদের
আমি তো অবাক হই নি একেবারেই
আমি তো প্রশ্ন করি নি কেন তোমাকেই আবার
আমি তো মানি নি তোমার পরকায়া পরকীয়া তত্ত্ব, তুমি তবে-
আমাকে গ্রহণ করো
আমাকে পূর্ণ করো
আমাকে অমলিন করো
আমার স্বকীয়, স্বকৃত, স্বেচ্ছা যাপিত কায়াপুরুষ।

0 comments: