0

কবিতাঃ সেখ সাদ্দাম হোসেন

Posted in


কবিতা



অন্ধ বিষয়ক নয়
সেখ সাদ্দাম হোসেন



অন্ধ বলে দুঃখ করি না
এই শহরে কেই বা দেখতে পাই
এই তো সেদিন
ঘুমের গন্ধ থেকে ভেঙে পড়লো
বেসুরো গান। হাততালি

শরীর কুড়িয়ে হাতড়ে উঠতেই ওরা
অন্ধ বিষয়ক কিছু বললো না;
এগিয়ে গেল…
ওদের সামনে তৃতীয় বিশ্বের মঞ্চ
আপনি বৃহন্নলা বিষয়ক কিছু বলবেন?

ওরা দাঁড়িয়ে আছে;
ঘোষণা করবেন কোনো ক্ষুদ্রতম প্যাকেজ?
নতুবা স্মরণ করিয়ে দিন
তৃতীয় বিশ্বের কোনো লিঙ্গ নাই।

এবার নেমে যান
আমিও অন্ধ বিষয়ক কিছু বলবো না;
একটিবার শুধু ধমকে দেবো
তৃতীয় লিঙ্গের কোনো বিশ্ব নাই।

0 comments: