0

কবিতাঃ শ্রীশুভ্র

Posted in


কবিতা



সময়ের অগ্রন্থিত কথকতা
শ্রীশুভ্র



ভোরের মিছিল চলে গেল
ডেকে দিয়ে!
অলীক মায়াজালে অব্যক্ত
দলিলে পুষ্পকোরেকের রঙে
স্বাক্ষর!
এখনো দিকচক্রবালে
রামধনু চুম্বন
শরীরে বাৎস্যায়নের সূত্র
এঁকে দিলে রোজ
তোমার নামে
অবগাহন জল!
ফসলের ধূ ধূ মাঠ
মাইল মাইল সময়ের বিষদাঁতের সাথে লড়ছে!
শুভরাত্রির ঠিকানা নিয়ে এসো!
এবার যদি আস,
পাহাড় বল, নদী বল,
কিংবা অগস্তর একগণ্ডুষ জলে আচমন করে
নিও বনেদী ভুল!
স্তব্ধ তমসার মাঝে
অচঞ্চল আলোকবর্তিকা
নিয়ে ধ্যানে বসতে গেলে
হৃদয়ে ভালোবাসা লাগে!
বিষন্ন ভাঁড়েদের থেকে
দূরত্ব ভালো!
তিমিরহননের গানে
স্পষ্টতা ঢালো!
ঋজুরেখ বিশ্বস্ত প্রত্যয় দেখব হয়তো সুগন্ধি ছড়ালো! খাণ্ডবদহন শেষে
আমাদের আলিঙ্গনে
অম্লান হয়ে ওঠে
প্রভাতী আলো!

0 comments: